সরকারি কর্মচারীদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ১৯৫২ সালে স্টাফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৬৯ সালের ১২ ফেব্রুয়ারীতে ঢাকার মতিঝিল সরকারি আবাসিক এলাকায় সর্বপ্রথম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র কাম কমিউনিটি সেন্টারটি চালু করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও কন্যাদেরকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই ছিল এর প্রধান উদ্দেশ্য। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে সরকারি আবাসিক এলাকায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে কোর্স গুলো সর্বস্তর মহিলাদের জন্য উন্মুক্ত। কম্পিউটার অফিস কোর্স, গ্রাফিকস ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ অফিসে কাজ করে অর্থ উপার্জন করছে। বোর্ডের এ প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে মেয়েরা যেমন আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠছে তেমনিভাবে মানব সম্পদের উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
কোর্সের নাম |
মেয়াদ কাল |
কোর্স ফি |
কোর্সের সময়কাল |
কম্পিউটার ও ফ্রিল্যান্সিং (Microsoft WordMicrosoft Excel Microsoft Access Microsoft Power Point Bangla &English Typing) (Web Development Digital Marketing Data Entry) |
৩ (তিন) মাস |
১০০০/- |
১ম ব্যাচঃ জানুয়ারী-মার্চ ২য় ব্যাচঃ এপ্রিল-জুন ৩য় ব্যাচঃ জুলাই-সেপ্টেম্বর ৪র্থ ব্যাচঃ অক্টোবর-ডিসেম্বর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS