Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম


সেবা প্রদান প্রতি্শ্রুতি (সিটিজেনস্ চার্টার)


নাগরিক সনদ

১. ভিশন ও মিশন (Vision & Mission)

  • রূপকল্প (Vision):

প্রজাতন্ত্রের অসামরিক কাজে নিয়োজিত কর্মচারীদের সেবাপ্রদানের লক্ষ্যে বোর্ডকে একটি দক্ষ, যুগোপযোগী এবং তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

  • অভিলক্ষ্য (Mission):

কল্যাণমূলক বিভিন্ন সেবা দ্রুততার সাথে প্রদানের মাধ্যমে প্রজাতন্ত্রের অসামরিক কাজে নিয়োজিত বোর্ডের এখতিয়ারভূক্ত সকল কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের আর্থসামাজিক নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।

২. প্রতিশ্রুতি সেবাসমূহ

২.১ নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবাপ্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল এবং পরিশোধ পদ্ধতি

সেবাপ্রদানের সর্বোচ্চ সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

অক্ষমতার কারণে অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর পরিবারের জন্য মাসিক কল্যাণ অনুদান,কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারী পরিবারকে যৌথবীমার এককালীন অনুদান,কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারী এবং কর্মচারী পরিবারের সদস্যের মৃত্যুতে দাফন/অন্তোষ্টিক্রিয়ার অনুদান। অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁর পরিবারের সদস্যের মৃত্যুতে কল্যাণ ও দাফন/অন্তোষ্টিক্রিয়ার অনুদান         


sss.bkkb.gov.bd/bkkbsss/ ব্যবহার করে ০৩টি আবেদন একই আবেদনে করা যাবে আবেদন এর হার্ডকপি প্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্টারে ডায়রিভূক্ত করা হয়। আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র সঠিক থাকলে আবেদনটি মঞ্জুরী প্রদান করা হয়। আবেদনে কোন ত্রুটি থাকলে মোবাইল ফোনে এস.এম.এস মাধ্যমে আবেদনকারীকে  জানিয়ে দেয়া হয়। অনুমোদিত কল্যাণ অনুদানের কার্ড ডাক যোগে মৃত ব্যক্তির অফিস কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় এবং আবেদনকারীকে পত্রের অনুলিপি প্রেরণ করে কার্ড প্রেরনের বিষয়টি জানিয়ে দেয়া হয়। অনুমোদিত যৌথবীমা ও দাফন/অন্তোষ্টিক্রিয়ার অনুদান EFT এর মাধ্যমে আবেদনকারীর ব্যাংক হিসাবে প্রেরন করা হয়।

১.Pay Fixation 2015/ কর্মচারীর চাকুরী বহির ৩য় পাতা (সত্যায়িত কপি)।

২. মৃত্যু সনদের সত্যায়িত কপি (রেজিস্ট্রার ডাক্তার/স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)।

৩. কর্মচারীর শেষ বেতনের প্রত্যয়ন পত্র (এলপিসি)।

৪. ওয়ারিশ সনদের সত্যায়িত ছায়ালিপি (বয়স, পেশা, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক স্থানীয় ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত। একাধিক স্ত্রী থাকলে প্রত্যেক স্ত্রীর জন্য পৃথক সনদ)।

৫. ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতাপত্র / উত্তরাধীকারী নাবালক হলে অভিভাবক সনদ (স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত)।

৬.অক্ষমতার ক্ষেত্রে অফিস এবং মেডিকেল বোর্ডের আদেশ সত্যায়িত ছায়ালিপি।

৭.স্ত্রীর পুনর্বিবাহ না হওয়ার সনদ (বয়স ৫০ বছর পর্যন্ত) এবং কন্যা ও বোনের ক্ষেত্রে বিবাহ না হওয়ার সনদের সত্যায়িত ছায়ালিপি।

৮.স্বামী-স্ত্রী ব্যতীত উত্তরাধিকারীর মধ্যে থেকে আবেদন করলে সেই ক্ষেত্রে নির্ভরশীলতার সনদ।

৯.আবেদন দাখিল করতে ৬ মাসের বেশি বিলম্ব হলে কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বের ব্যাখ্যা প্রদান।

১০.এম.আই.সি আর চেক এর সত্যয়িত কপি।

১১.  কন্টিনজেন্সি/ওয়ার্কচার্জড/উন্নয়ন খাত হতে রাজস্বখাতে স্থানান্তরের ক্ষেত্রে অফিস আদেশের সত্যায়িত ছায়ালিপি।


সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম


বি.দ্র: (১) কোন কর্মচারী শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অবসর গ্রহণ করলে অথবা চাকরিরত অবস্থায় মৃত্যু বরণ করলে অথবা অবসর গ্রহণের ১০ বছরের মধ্যে মৃত্যু বরণ করলে কর্মচারী বা তাঁর পরিবার সর্বোচ্চ ১৫ বছর অথবা অবসর গ্রহণের পর ১০ বছর, যা আগে আসে, কল্যাণ অনুদান প্রাপ্য হবেন।(২) কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্য মৃত্যুতে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের ক্ষেত্রে শুধু ১ ও ২ নং ক্রমিকে উল্লেখিত দলিলাদি প্রযোজ্য।

বিনামূল্যে

১৫ কার্যদিবস

খিনওয়ান নু

পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩১৭৮৯৩

মোবাইলঃ ০১৮৯৬০৫৫৭১৪

ইমেইল-directorchi@bkkb.gov.bd

সরকারি ও বোর্ডের এখতিয়ারভূক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী এবং কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সাধারণ চিকিৎসা অনুদান

১.আবেদন সমূহ প্রাপ্তির পর  আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর ও তারিখ জানানো হয়। আবেদনে কোন ক্রুটি থাকলে তাও জানিয়ে দেয়া হয়।

২.প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তী মাসের ৩য় সপ্তাহের সোমবার প্রথমে বাছাই কমিটি পরীক্ষা নিরিক্ষা করে অর্থ মঞ্জুরী সুপারিশ করে, প্রত্যেক মাসের ৩য় সপ্তাহের বুধবার উপকমিটি চুড়ান্ত অর্থ মঞ্জুরী প্রদান করেন।

৩.মঞ্জুরীকৃত অর্থ EFT এর মাধ্যমে আবেদকারীর ব্যাংক হিসাবে প্রেরন করা হয়।

৪.সাধারণ চিকিৎসা অনুদানের জন্য ফরমbkkb.gov.bd/site/forms নং-১ ব্যবহার করতে হয়।

১। ডাক্তারী ব্যবস্থাপত্রের এবং রির্পোটের মূল কপি;

২। ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের মূল ভাউচার।

৩। ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র;

৪। অপ্রাপ্ত বয়স্ক ভাই, অবিবাহিত বোন ও  পিতা, মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়নপত্র;

৫। খরচের হিসাব বিবরণী (আবেদনকারীর স্বাক্ষরসহ);

৬। Pay Fixation ২০১৫/ এর সত্যায়িত ছায়ালিপি।


৭। আবেদনকারীর ০১ কপি সত্যায়িত ছবি।

৮। কর্মকর্তা-কর্মচারী চিকিৎসাকালীন Medical Leave এর অনুমোদন পত্র।

সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

বি/দ্র. কর্মচারীর আজীবন এবং পরিবার ৭৫ বৎসর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।

বিনামূল্যে

১৬ কার্যদিবস


খিনওয়ান নু

পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩১৭৮৯৩

মোবাইলঃ ০১৮৯৬০৫৫৭১৪

ইমেইল-directorchi@bkkb.gov.bd


১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তা

১.১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি কর্মচারীর ৬ষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অধ্যায়নরত সন্তানদের শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তার জন্য বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করে eservice.bkkb.gov.bd এর মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়;

২.শিক্ষাবৃত্তি/ শিক্ষা সহায়তার সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাই করা হয়;

৩.প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহের শ্রেণিভিত্তিক তালিকা বোর্ডের বাছাই কমিটির সভায় পেশ করা হয়;

৪.বাছাই কমিটি আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে শ্রেণিভিত্তিক মোট ছাত্রছাত্রীর সংখ্যা এবং মোট বাজেট বিবেচনার জন্য যোগ্য ছাত্র/ছাত্রীর অনুকূলে শ্রেণিভিত্তিক শিক্ষাবৃত্তি/শিক্ষা সহায়তার হার সুপারিশ করে;

৫.উপকমিটির সভায় যোগ্য ছাত্র/ছাত্রীর অনুকূলে সুপারিশকৃত হার অনুযায়ী শিক্ষাবৃত্তি/ শিক্ষা সহায়তার চুড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়।

৬.মঞ্জুরিকৃত শিক্ষাবৃত্তি/ শিক্ষা সহায়তার অর্থ ঊঋঞ এর মাধ্যমে আবেদকারীর ব্যাংক হিসাবে প্রেরন করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয় হয়;

১.ছাত্র-ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হয়;

২.আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হয়।

৩.আবেদনপত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদন ফরমে যথাস্থানে স্বাক্ষর এবং কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর, স্মারক নম্বর ও তারিখ সহ স্ক্যান করে আপলোড করতে হবে।


সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়,


কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এর নির্দিষ্ট লিংক থেকে এ সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

বিনামূল্যে

আবেদন জমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা পযন্ত।


বাছাই ও অনুমোদ: প্রতি বছর ১ মার্চ-২০ জুন


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com


অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

১.সকল গ্রেডের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর ৯ম থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অধ্যায়নরত সন্তানদের শিক্ষাবৃত্তি/শিক্ষা সহায়তার জন্য বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করে eservice.bkkb.gov.bd অনলাইনে দরখাস্ত আহবান করা হয়;

২. শিক্ষাবৃত্তি/ শিক্ষা সহায়তার সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাই করা হয়;

৩. প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে সফটওয়্যার হতে প্রাপ্ত আবেদনসমূহের শ্রেণিভিত্তিক তালিকা বোর্ডের বাছাই কমিটির সভায় পেশ করা হয়;

৪.উপকমিটির সভায় যোগ্য ছাত্র/ছাত্রীর অনুকূলে নির্ধারিত হার অনুযায়ী শিক্ষাবৃত্তির চুড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়।

৫. শিক্ষাবৃত্তি জন্য মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে আবেদকারীর ব্যাংক হিসাবে প্রেরন করে আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ জানিয়ে দেয়া হয়;

১.ছাত্র-ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীটের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করাতে হয়;

২.কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসরে যাওয়ার আদেশ বা মৃত হলে মৃত্যুর সনদের সত্যায়িত কপি স্ক্যান করে আপলোড করতে হয়;

৩.আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হয়।


সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম


কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এর নির্দিষ্ট লিংক থেকে এ সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

বি. দ্র: কর্মচারীর বয়স ৬৯ বৎসর পর্যন্ত তাঁর সন্তানগণ এ অনুদান প্রাপ্য হবেন। 

বিনামূল্যে

আবেদন জমা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা পযন্ত।


বাছাই ও অনুমোদ: প্রতি বছর ১ মার্চ-২০ জুন


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com



মহিলাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান

৩ মাস মেয়াদে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন ফরম পূরণ ও নির্ধারিত কোর্স ফি প্রদান সাপেক্ষে ভর্তি করা হয়। প্রশিক্ষণ শেষে উর্ত্তীণ প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয়। কোর্সগুলো নিম্নরূপ:

কম্পিউটার অফিস কোর্স

গ্রাফিক্স ডিজাইন কোর্স

সেলাই

কনফেকশনারি

বিউটিফিকেশন

ফ্রিল্যান্সিং

বিভিন্ন কোর্সে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম ব্যবহার করতে হয়।


শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি


সেবাপ্রদানের স্থান:

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম।

কোর্স ফি

কম্পিউটার অফিস কোর্স ১০০০ টাকা

গ্রাফিক্স ডিজাইন ১০০০ টাকা ফ্রিল্যান্সিং ১০০০ টাকা


সেলাই কোর্স ১০০০ টাকা

কনফেকশনারি ১০০০ টাকা


বিউটিফিকেশন কোর্স ১০০০ টাকা কোর্সের মেয়াদ-

কোর্সের মেয়াদ-৩ মাস


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com



কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য e-ticketing software এর মাধ্যমে স্টাফবাসে যাতায়াতের 

পরিবহণ সুবিধা

১.আবেদন প্রাপ্তির পর স্টাফবাসে আসন খালি থাকা সাপেক্ষে টিকেট প্রদান করা হয়;

২.http://eservice.bkkb.gov.bd/eticketing এ লিংকএর মাধ্যমে অনলাইনেআবেদন করতে হবে     


১.আবেদনের সাথে অফিসিয়াল আইডি কার্ডের সত্যায়িত কপি;

২.০১ (এক) কপি ছবি;

৩.২০১৫ জাতীয় বেতন নির্ধারণী কপি।

সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

http://eservice.bkkb.gov.bd/eticketing software এর মাধ্যমে স্টাফবাসে অনলাইনে আবেদন করা যাবে।

স্টাফ বাসের ভাড়া

বড় বাসে-প্রতি কিলোমিটার-.৬২৫ পয়সা

০৫ কার্যদিবস


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com



ক্লাব/কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য বার্ষিক অনুদান

১.আবেদনসমূহ প্রাপ্তির পর বাছাই কমিটি কর্তৃক আবেদনসমূহ বাছাই ও অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান;

২.উপকমিটি কর্তৃক চুড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান;

৩.ক্লাব কর্তৃপক্ষ বরাবরে রেজিস্ট্রার্ড ডাকযোগে অনুদানের অর্থের ক্রসড চেক প্রেরণ করা হয়।

৪.ক্লাব/কমিউনিটি সেন্টারের অনুদানের জন্য আবেদন ফরম নং-১২ ব্যবহার করতে হয়।   


১.সমিতির গঠনতন্ত্র ও সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন এর সত্যায়িত কপি

২.সিএ ফার্ম/সমবায় অফিস/ জেলা বা থানা হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত অডিট রিপোর্ট

৩.কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রণীত আর্থিক বছরের বাজেট

৪.পূর্ববর্তী অর্থবছরে ব্যয়িত অর্থের ভাউচারের সত্যায়িত কপি।


সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

নির্ধারিত ফরম কল্যাণ বোর্ডের ওয়েবসাইট bkkb.gov.bd থেকে ডাউনলোড করা যায়। 


৩০ কার্যদিবস


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com



 ক্লাব/কমিউনিটি সেন্টার সংস্কার, সম্প্রসারণ ও মেরামতের জন্য অনুদান

১.আবেদনসমূহ প্রাপ্তির পর পরিচালক (উন্নয়ন) এর সভাপতিত্বে বাছাই কমিটি কর্তৃক আবেদনসমূহ বাছাই ও অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান করা হয়;

২.মহাপরিচালকের সভাপতিত্বে উপকমিটি কর্তৃক চুড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়;

৩.ক্লাব বরাবরে রেজিস্ট্রার্ড ডাকযোগে অনুদানের অর্থের ক্রসড চেক প্রেরণ করা হয়;

৪.ক্লাব/কমিউনিটি সেন্টারের সংস্কার, সম্প্রসারণ ও মেরামতের লক্ষ্যে অনুদানের জন্য আবেদন ফরম নং-১৩ ব্যবহার করতে হয়।

১.ক্লাব/কমিউনিটি সেন্টারগুলো সরকারি বরাদ্দপ্রাপ্ত জায়গা অথবা ক্লাব/কমিউনিটি সেন্টারের নিজস্ব অর্থে ক্রয়কৃত জায়গা সম্পর্কে ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের প্রত্যয়নপত্র;

২.সমিতির গঠনতন্ত্র ও সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন এর সত্যায়িত কপি;

৩.সিএ ফার্ম/সমবায় অফিস/ জেলা বা থানা হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত অডিট রিপোর্ট;

৪.কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রণীত আর্থিক বছরের বাজেট;

৫.গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সংস্কার, সম্প্রসারণ ও স্থাপনা কাজের জন্য প্রণীত প্রাক্কলন ও নকশার অনুলিপি;

৬.পূর্ববর্তী অর্থবছরের ব্যয়িত অর্থের ভাউচারের সত্যায়িত কপি।


সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

নির্ধারিত ফরম কল্যাণ বোর্ডের ওয়েবসাইট bkkb.gov.bd থেকে ডাউনলোড করা যায়। 


৬০ কার্যদিবস


ফাহমিদা শাহীন

সহকারি পরিচালক

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

ফোনঃ ০২৩-৩৩৩২৫৫৯৫

মোবাইলঃ ০১৮১৬৫১৪১৪২

ইমেইল-fahmida_shahin@yahoo.com










০৯ স্টাফবাস গুলো সরকারি ছুটির দিনে/অফ টাইমে পিকনিক, বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ভাড়ায় প্রদান                

১.সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের স্টাফবাস ভাড়ায় প্রদান করা হয়;

২.স্টাফবাস ভাড়া নেয়ার জন্য ঢাকায় মহাপরিচালক ও বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক বরাবরে গাড়িটি কোন স্থান হতে  কোন সময়ে ছাড়বে এবং গন্তব্য স্থান উল্লেখ করে আবেদন করতে হয়;

৩.আবেদন পাওয়ার পর ভাড়া দেয়ার মত চলমান গাড়ি প্রাপ্তি সাপেক্ষে (ধাধরষধনষব) ধার্য ফি জমা দেয়ার পর ভাড়ায় প্রদানের অনুমতি দেয়া হয়;

৪.চট্টগ্রামের পার্শ্ববর্তী পিকনিক স্পটের জন্য কেবল গাড়ী ভাড়ায় প্রদানের অনুমতি দেয়া হয়।


আবেদনপত্র

সেবা প্রদানের স্থান:

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম


নির্ধারিত ফরম কল্যাণ বোর্ডের ওয়েবসাইট bkkb.gov.bd থেকে ডাউনলোড করা যায়।


১.বড়বাস প্রতি কি.মি ১২৫ টাকা হিসেবে কল্যাণ বোর্ডের গ্যারেজ হতে গন্তব্য স্থান পর্যন্ত দুরত্ব অনুযায়ী


২.চালক, হেলপার ও মেকানিক এর সম্মানী হিসেবে ১২০০ টাকা এবং

 

৩.হোল্ডিং চাজর্  বাবদ ৬০০ টাকা প্রদান করতে হবে


১৫ কার্যদিবস



মোঃ নাসির উদ্দিন

কল্যাণ কর্মকর্তা

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

মোবাইল-০১৭১১৯৪১৭৮৩

ইমেইল-67nasiruddin@gmail.gov.bd


১০ কর্মকর্তা/কর্মচারীগণের মৃত্যুতে ওয়েবসাইটে শোক বার্তা প্রকাশ মৃত্যুর সংবাদ অবহিত হওয়া সাপেক্ষে তাৎক্ষণিকভাবে প্রকাশ ১. অফিস অগ্রগামীপত্র সহ মৃত্যু সনদ পাওয়া সপেক্ষে বিনামূল্যে ০২ কার্যদিবস

মোঃ নাসির উদ্দিন

কল্যাণ কর্মকর্তা

বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম

মোবাইল-০১৭১১৯৪১৭৮৩

ইমেইল-67nasiruddin@gmail.gov.bd


১১ সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য অনলাইন আবেদন   সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য অনলাইন আবেদনের google ফরম লিংক এর মাধ্যমে দাখিল করতে হয়। সার্কিট হাউজ/ রেস্ট হাউজ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভুক্ত হবেন। সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য হার্ডকপিতে আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফরম নং ১৯ ব্যবহার করতে হয়।

অনলাইন আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র স্ক্যান করে অবশ্যই সংযুক্তি হিসেবে দিতে হবে

১.পিআরএল আদেশ/ অবসর আদেশের কপি;

২.জাতীয় পরিচয় পত্রের কপি।

সেবাপ্রদানের স্থান:

  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়
  • কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এর নির্দিষ্ট লিংক থেকে এ সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

বিনামূল্যে ০৭ কার্যদিবস
১২ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য অনলাইন আবেদন   বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য অনলাইন আবেদনের google ফরম লিংক এর  মাধ্যমে দাখিল করতে হয়। ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভূক্ত হবেন।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য হার্ডকপিতে আবেদনের জন্য নির্ধারিত আবেদন ফরম নং ১৮ ব্যবহার করতে হয়।

অনলাইন আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র স্ক্যান করে অবশ্যই সংযুক্তি হিসেবে দিতে হবে

১.পাসপোর্টের কপি।

২.বিমান টিকেটের কপি।

৩.পিআরএল আদেশের কপি।

সেবাপ্রদানের স্থান:

  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়
  • কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এর নির্দিষ্ট লিংক থেকে এ সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

বিনামূল্যে

০৭

কার্যদিবস