সাধারণ চিকিৎসা অনুদান সেবা বক্স
সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ৪০,০০০/- প্রদান করা হয়। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।। ২টি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েব সাইট www.bkkb.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবাসমূহ থেকে “সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবা” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে www.eservice.bkkb.gov.bd/general/ লিঙ্কে প্রবেশ করে সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন করা যাবে।
প্রথমত পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘বাছাই কমিটি ’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।
দ্বিতীয়ত পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘উপ কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ পুনরায় যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
যে সকল কারনে আবেদনের অনুকুলে সাহায্য মঞ্জুরি স্থগিত রাখা হয়:
আবেদনকারী পুরাতন (বাতিল) ফরমে আবেদন করলে;
আবেদন ফরমে সকল তথ্য প্রদান না করলে অর্থাৎ আবেদনপত্র অসম্পূর্ণ হলে;
আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলোর কোন একটি সংযুক্ত না করলে;
আবেদন ফরমে আবেদনকারীর বা কর্তৃপক্ষের স্বাক্ষর/সিল না থাকলে। এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে মোবাইল 01736088941
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস